Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর  সকলের সহযোগিতা নিয়ে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ নিশ্চিতকরণ, সমন্বয় সাধন ও টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ইলেক্ট্রনিক পদ্ধতিতে সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। “সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় পুঠিয়া উপজেলার  ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৬টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। শী পাওয়ার প্রকল্পের (প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন) মাধ্যমে আইসিটি ব্যবসায় নারী উদ্যোক্তা সৃজনের মাধ্যমে নারীর  ক্ষমতায়নের লক্ষ্যে সারা দেশে ৪,০০০ নারীকে আইটি সার্ভিস প্রোভাইডার এবং প্রায় ২৫০০ নারীকে কল সেন্টার এজেন্ট হিসেবে প্রশিক্ষিত করে তোলা হয়েছে। এত্র উপজেলা র সকল ইউনিয়ন ও বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল নিয়মিত হালনাগাদকরণ ও ই-নথি কার্যক্রম বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, পুঠিয়া, রাজশাহী নিয়মিত প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।